হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:
অরলান্ড :১৫ আগষ্ট ,রবিবার সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ছিচল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে বাঙালির মিলন কেন্দ্র বোম্বে গ্রীলে | গভীর শোক শ্রদ্ধা দোয়া প্রার্থনায় বাঙালির মুক্তি চেতনার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানকে স্মরণ করতে স্বাস্থ্যবিধি মেনে দেশপ্রেমিক নিষ্ঠাবান সাধারণ মানুষদের সমাগম ঘটে | সংগঠনের সভাপতি মোয়াজ্জেম ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আহসান শেলীর সঞ্চালনে রাত নয়টায় সভার কাজ শুরু হয় | প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফিজ সাব্বির আহমেদ |. আলোচনার প্রারম্ভে বাঙালির হৃদয় রক্তক্ষরণের চিত্র করিমুজ্জামান তুলে ধরলে শোকের ভাবগম্ভীর পরিবেশ তৈরী হয় | তারপরে শোকের অনল ছড়িয়ে দেন শামসুর রহমান শামু , কি আত্ম প্রত্যয় লড়াই করে বঙ্গবন্ধু বাংলার মানুষের স্বাধীনতা এনেদেন, সেই ইতিহাস তুলে ধরেন | জাতির জনক নেই কিন্তু জাতি আছে , স্বপ্নদ্রষ্টা নেই কিন্তু তাঁর পূরণ করছেন তাঁর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা , বলেছেন মোহাম্মদ নূর | জীবন ও যৌবনের তেরটি বছর কারার প্রকোষ্ঠে কাঁটিয়ে শত প্রতিকূলতার মাঝে বঙ্গবন্ধু বাংলার দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন , এ কথা উল্লেখ করে মোহাম্মদ জসীম প্রশ্ন রাখেন বঙ্গমাতা , শিশু রাসেলের কি অপরাধ ছিল ? জাতি এখন কিছুটা হলেও বঙ্গবন্ধুর প্রতি ঋণমুক্তির চেষ্টা করে আলোর পথে হাঁটছে | সকলকে নিষ্ঠাবান কর্মী হওয়ার আহবান জানান ফখরুল আহসান শেলী |শামসুস তোহা, বাবু, শাহাজান কাজী , ইলিয়াস ঠাকুর, আকম রুমেল,আবিদ আমীর ,মনিরুল ইসলাম ,কনক রেজা, মাইনুল ,শাহিদ বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে প্রত্যেকে শিক্ষা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন | সভাপতির ভাষণে মোয়াজ্জেম ইকবাল বলেন , বঙ্গবন্ধু এখন জীবিতদের চেয়ে অধিক জীবিত | তাঁর অবিনাশী আদর্শ চিরপ্রবহমান থাকবে বাংলাদেশ এবং বিশ্বের নিপীড়িত মানুষের মধ্যে | তিনি ছিলেন বলে আজ আমাদের অস্তিত্ব বিদ্যমান | আলোচনা শেষে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয় | এরপর হাফেজ সাব্বিরের পরিচালনায় , বঙ্গবন্ধু , তাঁর পরিবারের সকল শহীদান , বাংলায় সর্বকালে স্বাধীনতা যুদ্ধে এবং একাত্তুরের বীর শহীদানদের আত্মার শান্তি কামনায় খোদার দরবারে করজোড়ে হাত তুললে হৃদয় বিদারক কান্নার রোল পরে |. সর্বশেষে ভাত মাংস , ডাল , সালাদ মিষ্টি দিয়ে উপস্থিত সকলকে আপ্পায়ন করাহয় | অতঃপর অশ্রুভরাক্রান্ত অন্তরে সবাই বিদায় নেয় |