সাজাদুর রহমান সাজু
নিজস্ব প্রতিবেদকঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু- বিএনএফ শিক্ষা প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জে সরস এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠির বটতলায় সরস এর কার্যালয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশ এনজিও ফাইন্ডেশনের অর্থায়নে এবং সোস্যাল অর্গানাইজেশন ফর রুরাল এ্যাডাভান্সমেন্ট (সরস) এর বাস্তায়নে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল সভায় বাংলাদেশ এনজিও ফাইন্ডেশনের চেয়ারম্যান,ব্যবস্থাপনা পরিচালক,ও কর্মকর্তা বৃন্দ অংশ গ্রহন করেন। ভার্চুয়াল সভা শেষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান করেন গোবিন্দগঞ্জ সরস এর নির্বাহী পরিচালক মোঃ শাহ রফিকুল ইসলাম, বর্ধনকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম, শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের লাইব্রেরিয়ান মোর্শেদ আলী প্রধান প্রমুখ।
গোবিন্দগঞ্জ উপজেলার ১২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার করে মোট ৭২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
Leave a Reply