কামরুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকেলে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম নূর হোসেন নির্ঝর'র নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীতে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২টি বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয়েছে।
এদিকে সন্ধায় জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় ভারতে পাঁচারের উদ্যেশ্যে অবৈধভাবে মটর ডাল মজুদ করায় পৃথক দুইটি মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পৃথক অভিযানে তামাবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার মুকুল, গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়সহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম নূর হোসেন নির্ঝর বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। বালু উত্তোলন বন্ধে নিয়মিত প্রশাসনের অভিযান অব্যাহত আছে এবং আগামী দিনেও থাকবে।
অপরদিকে ভারতে পাঁচারের উদ্যেশ্যে অবৈধভাবে মটর ডাল মজুদ করায় পৃথক দুইটি মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।