জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ভিভো’র অফিসিয়াল ব্র্যান্ড শপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাফলংয়ের মামার বাজারে আরজে টেলিকমের এই শো-রুমের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
ভিভো জাফলং শো-রুমের পরিচালক হুমায়ুন আহমেদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাফলং নিউজ২৪.কম’র সম্পাদক ও প্রকাশক মো. ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন,ভিভো’র জেনারেল ম্যানেজার শিং ডিন, ভিভো’র টার্মিনাল ম্যানেজার চে লরি,প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আল মামুন মনির,জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক আফাজ উদ্দিন সরকার,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন আহমেদ,প্রজন্ম জাফলংয়ের সভাপতি ফয়সাল আহমদ খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জাফলং এ ভিভো’র অফিসিয়াল ব্র্যান্ড শপের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রধান অতিথি ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে উপস্থিত সবার মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
এছাড়া ভিভো’র অফিসিয়াল ব্র্যান্ড শপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ১০ টাকায় স্মার্ট ফোন অফারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ সহ উপস্থিত সবাই।