কামরুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে বালুবাহী ১২টি নৌযান আটক করে মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে জাফলংয়ের ডাউকি নদীতে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ-বিজিবি নিয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২টি বালুবাহী নৌযানের বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয় এবং ৩টি বালুবোঝাই নৌকা আটক করে নৌকার মালিককে ৩টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার তরিকুল ইসলাম,থানার এএসআই মারুফ আল মুকিতসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ-বিজিবি নিয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ টি বালুবাহী নৌযানের বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয় এবং ৩টি বালুবোঝাই নৌকা আটক করে নৌকার মালিককে ৩টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে গোয়াইনঘাট প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply