জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাইনুদ্দীন মিয়া (৯৩) নামের এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। তিনি উপজেলার শান্তিনগর এলাকার মৃত মোজ্জাফর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসায় মারা যান।
সোমবার (২৬ জুলাই) সকাল ১১টায় শান্তিনগর গ্রামের জামে মসজিদে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে সামাজিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়। এ সময় অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply