জাফলং নদীতে ভূয়া জায়গার মালিকদের ফাঁদে পড়ে পাথর উত্তোলনে শ্রমিক পলাশের মৃত।
সিলেট ব্যুরো:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পিয়াইন নদীতে ভূয়া জায়গার মালিকদের ফাঁদে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিক পলাশের মৃত্যুর কারণ। এসব যৌত মালিকানাধীন জায়গার মালিকগণ এখন ধরাছোঁয়ার বাহিরে।
মকর উদ্দিন হাজী,খেউরি বিল্লাল, কামরান মিয়া ,সাবু মিয়া, তাহের হেনরি, দুলাল মিয়া, জিদান আহমেদ, বিশ্বনাথ ফয়জুল ইসলাম, ছাতকি আলাউদ্দিন,ফিরোজ মিয়া,মজির উদ্দিনসহ এই বাহিনীর মালিকগণের হুমুকে জায়গায় পাথর তুলতে গিয়ে নদীতে এক শ্রমিকের মৃত্যু হয়।
নিহত ওই বারকি শ্রমিকের নাম মো. পলাশ আহমেদ (১৬)। সে সুনামগঞ্জের মধ্যনগর থানার জাতীয় পাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে বলে জানান।
বারকি নৌকা শ্রমিকের কাজ করার সুবাদে পলাশ আহমেদ তার বাবা-মা ও পরিবার পরিজনের সাথে দীর্ঘদিন ধরে জাফলংয়ের মেলার মাঠ ঝুমপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
বেশ কিছুদিন ধরে জাফলং পিয়াইন নদীর শীর্ষ চাঁদাবাজ লাইনম্যান নামক এই চক্রটি সাধারণ শ্রমিক দিয়ে বিলাই বোমা ও সেইভ মেশিন ধারা রাতের আধারে এবং দিনের আলোতে চালিয়ে যাচ্ছে বিলাই বোমা ও সেইভ মেশিন।
জাফলং সাধারণ শ্রমিক পেটের জ্বালায় লাইন বাহিনীর সাথে প্রতি মেশিন ভাবত দৈনিক তিন হাজার টাকার বিনিময়ে লেনদেন সমঝোতা করে পিয়াইন নদীতে অবৈধভাবে মালিকানাধীন জায়গা গুলোতে পাথর ও বালু উত্তোলন করতে আসে এইভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ইঞ্জিনের পাখার সাথে লেগে শ্রমিকের মৃত্যু হয়, হয়তো বা লাইনের টাকার জন্য মারামারি করে মৃত্যু হয়। জাফলংয়ে প্রতিনিয়ত এসব ঘঠনা ঘঠে যাচ্ছে।
যেন দেখার কেউ নেই স্থানীয় গ্রাম বাসিরা জানান আমরা
রাতে ঘুমাতে পারিনা মেশিনের আওয়াজে কিছু বলতে গেলে খেতে হয় লাইনম্যানদের মিথ্যা মামলার হুমকি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (১০ এপ্রিল) সকালে পলাশ আহমেদ ও তার সহোদর ভুট্টো মিয়াসহ কয়েকজন বারকি শ্রমিক জাফলংয়ের জুমপাড় এলাকা সংলগ্ন ডাউকি পিয়াইন নদী থেকে পাথর উত্তোলনের কাজে যায়।কাজ করার একপর্যায়ে বিকেল বেলা পলাশ আহমেদ নৌকা থেকে ডুবিয়ে পাথর তুলতে পানিতে নামে।
যায় এক পর্যায়ে পলাশ আহমেদ পাথর সংগ্রহের জন্য পানিতে ডুব দিলে অসাবধানতা বশত নৌকার মেশিনের পাখায় লেগে ঘটনাস্থলেই তার মৃৃৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই লিটন রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো.আব্দুল আহাদ।পরিদর্শন শেষে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।