সিলেট ব্যুরোঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের আঞ্চলিক কমিটি ২১৫৯ আওতাধীন জাফলং মটর চালক সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি আসমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর পূর্ব জাফলং আঞ্চলিক কমিটি ২১৫৯ এর আওতাধীন জাফলং মটর চালক সমিতির(২০২২-২০২৩ ইং) সনের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন দাখিলে শেষ তারিখ গত ৭-১১-২১ থাকলেও কোন প্রার্থী মনোনয়ন ফরম নেননি।
রোববার এই সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে নির্বাচনের কথা থাকলেও জানা গেছে সাবেক দুই বারের সভাপতি আসমান আহমেদ ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেয়নি। উক্ত সংগঠনে কোন প্রার্থী না থাকায় সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটি মো. আসমান আহমেদকে আগামী ২০২২-২০২৩ ইং এর সভাপতি হিসেবে ঘোষণ করেন।
এ বিষয়ে সভাপতি আসমান আহমেদ বলেন, আজ রবিবার (১৪-১১-২১ইং) আমাদের উত্তর পূর্ব জাফলং আঞ্চলিক কমিটি ২১৫৯ এর আওতাধীন জাফলং মটর চালক সমিতির নির্বাচনের কথা থাকলেও সভাপতি পদে আমি ছাড়া আর কেউ এই পদে মনোনয়ন পত্র নেয়নি। তাই বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির সকল সম্মানিত ব্যাক্তিদের সর্ব সম্মিতক্রমে এই সংগঠনের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত ঘোষণা করেন। তিনি আরোও বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো এই সংগঠনের সকল মেহনতি মটর শ্রমিক ভাইদের সেবা করতে পারি।