মোঃ নিজাম উদ্দিন সিলেট প্রতিনিধি
জাফলং রিভারভিউ হোটেলে পাশে মিলল পর্যটকের লাশ।সোমবার ১৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটেজাফলং রিভারভিউ হোটেলে পাশে মিলল পর্যটকের লাশ পুলিশ সংবাদ পায় জাফলয় রিভার ভিউ হোটেলের পাশে একটি লাশ পড়ে রয়েছে।
সংবাদ পেয়ে দ্রুত গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হোটেল রিভারভিউ পাশ হতে লাশ ইদ্ধার করে। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিভারভিউ ম্যানোজার কে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ আরও জানায় গত ১৬ এপ্রিল রোববার স্ত্রী কে নিয় জাফলং ঘুরতে আসেন কিশোরগঞ্জ জেলার নিকলি থানার গুরই ইউনিয়নের ছেত্রা উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আল ইমরান (৩৩) ও তার স্ত্রী খোশনাহার। পরে তারা বল্লাঘাট হোটেল রিভার ভিউ এর ১০১ কক্ষে অবস্থান করেন।
পরে কি করে আল ইমরান মৃত অবস্থায় হোটেলে পাশে মৃত অবস্থায় পড়ে রহিলেন এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে আল ইমরানের স্ত্রী খোশনাহার পলাতক রহিয়াছেন।
পুলিশ ভিকটিমের লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে অধিকত্বর তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য হোটেল রিভার ভিউ এর ম্যানোজারকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।
Leave a Reply