নিউজ ডেস্কঃ
ইউপি চেয়ারম্যান এর অপকর্ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরে অবশেষে খুন হতে হল একাত্তর টিভি ও বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম কে। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করা হয় তার বিরুদ্ধে তবে সেই মামলা খারিজ হয়ে যাওয়ায় বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবু সন্ত্রাসী বাহিনী নিয়ে গতকাল (বুধবার) রাতে তার ওপর হামলা চালায়। আজ (বৃহস্পতিবার) ময়মনসিংহ সদর হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম।
এ ঘটনায় বাংলাদেশ ন্যাশনাল জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস কাউন্সিল (বিএনজেএইচসি) এর চেয়ারম্যান আবুল বাশার ও মহাসচিব মীর দিনার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
বিএনজেএইচসি'র বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, সাংবাদিক জাতির অতন্দ্র প্রহরী, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমকর্মীকে এভাবে খুন করাটা পুরো জাতির জন্য লজ্জাজনক, রাষ্ট্রের স্তম্ভের উপর আঘাত। তাই অবিলম্বে খুনি চেয়ারম্যানকে গ্রেফতার পূর্বক রাষ্ট্রীয় আইনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।