জামালপর প্রতিনিধিঃ
আজ বুধবার (০৩ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর জামালপুরের ইসলামপুর উপজেলায় সফর উপলক্ষে জেলা পুলিশ জামালপুরের পক্ষে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব নাছির উদ্দিন আহমেদ।
পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে গার্ড অব অনার প্রদান করেন।
পরে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ইসলামপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত।জনাব মু. তানভীর হাসান রুমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ফরিদুল হক দুলাল এমপি,মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী,জনাব হোসনে আরা এমপি,সংরক্ষিত মহিলা আসন ৩১৬(জামালপুর-শেরপুর), জনাব ড. মহিউদ্দিন আহমেদ, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জনাব পরিমল সিংহ, সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, জনাব মাহবুব মোরশেদ, প্রকল্প পরিচালক, জনাব মোঃ মোক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply