মীর দিনার হোসেন।।
জার্মানিতে রাশিয়ান দূতাবাস কর্মী বহিষ্কারের পাল্টা জবাবে ৪০ জন জার্মান কূটনৈতিক কর্মীকে বহিষ্কার করল রাশিয়া।
“২৫ এপ্রিল সোমবার, রাশিয়ান ফেডারেশনে অবস্থিত ফেডারেল রিপাবলিক অফ জার্মানির গেজা আন্দ্রেয়াস ভন গেয়ারকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল,” বিবৃতি রাশিয়ান মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে,গত ৪ এপ্রিল, ২০২২ তারিখে জার্মান ভন গেয়ারকে তলব করে “জার্মানিতে রাশিয়ান কূটনৈতিক প্রতিষ্ঠানের ৪০ জন কর্মচারীকে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করার তীব্র প্রতিবাদ করা হয়েছিল।”
রাশিয়ান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, জার্মানির পক্ষ হতে একটি সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছিল, অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘জার্মানির স্বাধীনতা’ এবং ‘জার্মান সমাজের ঐক্য’ এবং সেইসাথে ইউক্রেনে যা ঘটছে সে সম্পর্কে ইঙ্গিত দেওয়া।
পাল্টা জবাব হিসেবে রাশিয়া এবার জার্মান রাষ্ট্রদূতকে তলব করে, জার্মান সরকারের সম প্রতিবাদ স্বরূপ রাশিয়ায় অবস্থিত জার্মান কূটনৈতিক প্রতিষ্ঠানের ৪০ জন কর্মচারীকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে একটি নোট হস্তান্তর করে।
২৪শে ফেব্রুয়ারী থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এখন অবধি ইউক্রেনে কমপক্ষে ২৪৩৫ বেসামরিক লোক নিহত এবং ২৯৪৬ জন আহত হয়েছে। জাতিসংঘ মনে করে প্রকৃত সংখ্যা আর ও অনেক বেশি।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ৫১ লাখের ও বেশি ইউক্রেনীয় অন্যান্য দেশে পালিয়ে গেছে আর ৭৭ লাখের ও বেশি নাগরিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
Leave a Reply