জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এবং স্থানীয় জনগণ।
সৌরাভ হোসেন মজুমদার,ছাগলনাইয়া প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ছাগলনাইয়া পুরাতন মুহুরীগঞ্জ অবস্থিত।
দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন যাবৎ সড়কের দুই পাশে জীবনের ঝুঁকি নিয়ে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীরা রাস্তা পার হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে ফুটওভার ব্রিজ থাকলেও, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই কোন ফুটওভারব্রিজ।
স্থানীয় জনগণ কোমলমতি শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। ফুটওভার ব্রীজ না থাকার কারণে দুর্ঘটনা যেন এক নিত্যনৈমত্তিক ব্যাপার।
সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি,
অনতিবিলম্বে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটওভার ব্রিজ স্থাপন করে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করুন।