মো রিওন প্রামানিক জনি গাইবান্ধা সাদুল্লাপুর প্রতিনিধি
একটি মানবিক আবেদন।গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালান পাড়া গ্রামের শ্রী নিপেন চন্দ্র দাসের পুত্র লিটন কুমার দাসের লিভার ক্যান্সার ধরা পরে।চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে নেয়া হয়।বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর তার শরীরে লিভার ক্যান্সার হয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন চিকিৎসা করে সর্বশান্ত হয়ে যায় পরিবারটি।এমতাবস্থায় তার পরিবারের পক্ষে আর চিকিৎসা করা সম্ভব নয়। এমনিতেই অভাবের সংসার, ঠিক মত সংসার চলেনা নিপেন চন্দ্র দাসের তার উপর আবার সন্তানের চিকিৎসা করা অসম্ভব। লিটন কুমার দাস বাঁচতে চায়। সে এখন বাড়িতে মৃত্যুর প্রহর গুনছে।তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার দরকার।
এ ব্যাপারে লিটন কুমার দাসের সাথে কথা হয় সে জানায় সে ঢাকায় কাজ করতো হঠাৎ গত ৮/৬/২১ইং তারিখে তার পেটে ব্যথা অনুভুত হলে প্রথমে গাজিপুরে পপুলার হাসপাতালে ভর্তি হয়।সেখানে ৪ দিন চিকিৎসা করে এবং ডাক্তার জানায় তার লিভার ক্যান্সার হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক টাকার দরকার। তাই সে টাকা যোগার করতে না পারায় সেখান থেকে বাড়ি চলে আসে।দুই দিন পর আবারও রংপুর ল্যাবএইড এ পরিক্ষা নিরীক্ষা করায় সেখানেও তার একই রোগ ধরা পরে। সেখানে ব্যয়বহুল হওয়ায় রংপুর পপুলার হাসপাতালে ভর্তি হয়। সেখানেও পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেল একই অবস্থা তার লিভার ক্যান্সার।সেখানেও ডাক্তার জানায় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করতে অনেক টাকার দরকার। তোমরা সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করো। গত ২৩/৬/২১ইং তারিখে সে বাড়িতে ফিরে আসে এবং এখন পর্যন্ত সে বাড়িতেই আছে। কিন্তু ঢাকা টু রংপুর পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা বাবদ কাছে যা ছিলো সব শেষ। তাই লিটন কুমার দাসের কাছে টাকা না থাকায় সরকারি মেডিকেলে ভর্তি হতে না পেরে বাড়িতে ফিরে আসে।এখন লিটন কুমার দাস বাড়িতেই অবস্থান করছে।উপরোক্ত কথা গুলি কেঁদে কেঁদে বলছিলেন লিটন কুমার দাস।
এমন অবস্থায় তার পরিবার সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন। তাই সমাজের বিত্তবান মানুষ, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন লিটন কুমার দাস।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সাহায্যে এগিয়ে আসতো তাহলে তার চিকিৎসা হয়তো ভাল হত।তার কাছে সাহায্য পাঠানোর জন্য এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন পরিবারের পক্ষ থেকে।
মোবাইল নাম্বারঃ01740298177 (বিকাশ)।
আসুন আমরা সবাই মিলে লিটন কুমার দাসের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই।
Leave a Reply