মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে ২ চোর আটক হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই বাদল, নেতৃত্ব এসআই জাকির, এএসআই। মনিরুল ইসলাম,সঙ্গীয় ফোর্স,
বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এই দুই গরু চোরকে আটক হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের শিপলু আহমদ (২৫ ), মানিক সিংহ এলাকার মোঃ বাদশা মিয়া (৩০ )
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৫ জন গরু চোর তিনটি গরু একটি পিকআপে করে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় ইউপি সদস্য তাদেরকে থামতে বললে তারা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা মিলে ২ চোরকে আটক করে।
৪ নং ওয়ার্ড কৃষ্ণনগরের ইউপি সদস্য স্বপন বিশ্বাস বলেন, গাড়ীতে গভীর রাতে গরু থেকে সন্দেহ হলে তাদের থামতে বলায় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় ২ জনকে আটক করি। এ সময় আরোও ৩ জন পালিয়ে যায়। পরে পুলিশ কে খবর দিলে ভোরে চোরসহ গরু ও তাদের ব্যবহৃত গাড়ী আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আটককৃত আসামীকে চুরির মামলা আটক করা হয়েছে। চোর ধরতে জুড়ী থানা পুলিশে কে ও তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি।
উক্ত আসামীকে অদ্য ৮/৯/২০২১ইংবিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা নং ৩ ধারা ৪৫৭/৩৮০ তারিখ ৮/৯/২০২১