প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৪, ৯:১৫ এ.এম
জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার
মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১৪ জুন) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিনের নির্দেশনায় ও এসআই ফরহাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.