জুড়ীতে ১ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই ফরহাদ মিয়া, এএসআই কামাল, এএসআই মহিউদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ
(১০ এপ্রিল) রাতে জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ১৫৪/০৯ (বন) মামলার সাজাপ্রাপ্ত আসামি ১। জালাল, পিতা- ওরারিস আলী এবং ২। পাথই, পিতা- মৃত কটাই চৌকিদার, উভয় সাং- জামকান্দি, জয়নাল মিয়া, পিতা মৃত ফতর আলী সাং রুপাছড়া সিআর ২৫/২০ (বন) থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার
আসামিদ্বয়কে একই মামলায় বন আইন ১৯২৭ এর ২৬ এর ১(ক) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান সকালে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply