জুড়ীতে ৩৩ পিস ইয়াবাসহ কামাল আটক-১
মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী থানা এলাকা থেকে ৩৩ পিছ ইয়াবাসহ কামাল আহমেদ (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে। (৮ এপ্রিল ) শনিবার রাত ০৭.১০ ঘটিকার সময় জুড়ী থানার এসআই পরিতোষ পাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ জুড়ী থানাধীন ০৫ নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই এলাকা থেকে কামালকে আটক করেন।
গোপন সুত্রে পুলিশ জানতে পারে, আটককৃত কামাল আহমেদ জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামে তার নিজ দোকানে ইয়াবা বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ কামাল আহমেদের দোকানে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে পুলিশ কামাল আহমেদকে আটক করে।
পরে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে একটি CAPSTAN সিগারেটের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৩ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত কামাল আহমেদ জুড়ী উপজেলার জাঙ্গীরাই গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে।
জুড়ী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান এ ঘটনায় জুড়ী থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।