জুড়ীতে অসহায় মহিলার একটি কিডনী নষ্ট হয়ে যাওয়ায়, উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা,
মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার (জুড়ী) উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের গ্রাম উত্তর ভবানীপুরের পিতা মৃত তৈমুছ আলী মাতা চন্দ্র বান বিবি (১০০) একমাত্র মেয়ে মোছাঃ রাবেয়া বেগম (২৮), গত ৪ বছর ধরে হৃদ রোগে ভুগছেন, বর্তমানে তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। এই রোগের চিকিৎসা অনেক ব্যয় বহুল হওয়াতে গত ৩/৪ বছর ধরে এই রোগে আক্রান্ত, ও অসহায় মহিলাটির জমি নাই জায়গাও নাই কে করে চিকিৎসার খরচ চালাতে পারবেন৷
বর্তমানে তার পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো একেবারেই সম্ভব হচ্ছে না। এছাড়া রাবেয়াকে প্রতি দুই সপ্তাহ অন্তর ইবনেসিনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করানোর সামর্থটুকুও বর্তমানে তার পরিবারের কাছে টাকা পয়সা নেই। আর ডাক্তার বলেছে, যত শীঘ্রই সম্ভব, অন্তত একটা কিডনি স্থানান্তর করতে, না হয় এভাবে ডায়ালোসিস করিয়ে রাবেয়াকে,বেশিদিন বাঁচিয়ে রাখা সম্ভব হবেনা। তার বাবা নাই মা আছেন বয়স (১০০) এই রোগের কারণে তার মারও হাঁটাচলা করতে কষ্ট হয়।
তাদের ঘরের আর্থিক উপার্জনের কৌটা শুন্যতে দাড়িয়েছে। তাই মোছাঃ রাবেয়া বেগম, দেশ ও দেশের বাইরের সকল শ্রেণীর মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন,
তাই আসুন আমরা সবাই মিলে মানবিক দিকটা চিন্তা করে মানবতার জন্য মানব সেবায় নিজেকে সামিল করি,
আসুন না একটু হাত বাড়িয়ে একটি জীবনকে বাঁচাই ও একটি পরিবার কে বাঁচাই। আশা করছি সবাই এই সহযোগিতা করবেন, এবং আপনি আপনার অবস্থান থেকে যতটুকু পারেন, এর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন,
বিকাশঃ 01735297881 (পার্সোনাল)
যোগাযোগের রোগীর নাম্বার মোছাঃ রাবেয়া বেগম নাম্বারঃ 01735297881,