জুড়ীতে ইংরেজি নববর্ষ উদযাপিত পালন করা হয়
মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর কুচাই থল খাসিয়া পুঞ্জিতে সরকারের নির্দেশনা মেনে
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাই থল (শিলুয়া) পুঞ্জিতে স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের কিশোর -কিশোরীদের সমন্বয়ে ধর্মীয় সংগীত, ঐতিহ্যবাহী খাসি সংগীত, নৃত্য পরিবেশন, বেলুন ওড়ানো, প্রদীপ প্রজ্জলন সহ আতশবাজি ছিল আয়োজনের মধ্যে ব্যতিক্রমী।
অনুষ্ঠানে জুড়ী অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাইকেল নংরুম এর সাবলীল উপস্থাপনায় ও উত্তর কুচাই থল পুঞ্জির প্রধান (মান্ত্রী) এসপারলেস পঃলং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮ নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, জুড়ী থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, টি এন খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুজিব মাহবুব, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম জালাল উদ্দীন, জুড়ী সাউন্ড এন্ড মাইক কল্যাণ সমিতির সভাপতি মো. খোরশেদ আলম, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, রাজমনি ফ্যাশন কর্ণারের স্বত্বাধিকারী মাসুম আহমেদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি সঞ্জয় চক্রবর্তী পুঞ্জিবাসীর উদ্দেশ্যে বলেন, এরকম সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যেকোন
ধরনের সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। পুলিশ আপনাদের সর্বতোভাবে আইনি সহায়তা দেবে। এ সময় তিনি, উপস্থিত সকল
পুঞ্জিবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।