মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
(শনিবার ২৩) তারিখ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডরে সাং দক্ষিণ জাঙ্গিরাই ষাটশলা বাড়ী মৃত আব্দুর রহিমের, ছেলে দুবাই প্রবাসী বাদশা নাজির খানঁ এর উদ্যোগে ৮০টা পরিবারের মাঝে
খাদ্য সমগ্রী বিতরণ করা হয়। শনিবার বিকাল ৩ ঘটিকার সময় বাদশা নাজির খাঁন উনার নিজ বাড়ি থেকে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷
দুবাই প্রবাসে বাদশা নাজির খানঁ সাথে সহযোগিতা করেন সুমন মিয়া, দোলেয়ার হোসেন,আজিজ মিয়া, আব্দুল মজিদ , বাবুল মিয়া, বিল্লাল হোসেন, মনির হোসেন,
হেলাল উদ্দিন
এ সময় উপস্থিত ছিলেন লামাবাজার মসজিদের সাধারণ সম্পাদক রউফ মিয়া, আক্তার মিয়া,
তাদের মূল উদ্দেশ্য হলো তাঁরা মানুষের পাসে তাকতে চায়। তাদের উপহার সমগ্রী গুলো যাদের মধ্যে এই তুলে দিয়েছে তাঁরা বেশি ভাগ মানুষ বিধবা বা যারা প্রতিবন্ধী। প্রায় ৮০ টি পরিবারে মধ্যেই এই উপহার সমগ্রী গুলো তুলে দেওয়া হয়।
দুবাই প্রবাসে বাদশা নাজির খানঁ বলেন আমরা মানুষের পাসে তাকতে চাই, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য , আমি জানি এই উপহার গুলো মানুষের জন্য কিছু এই নয়। আমারা সবাই যদি মানুষের গুলোর পাসে থাকি তা হলে একটু হলেও মানুষের মুখে হাসি ফুটাতে পারবো। আর আল্লাহ যদি তৌফিক দেন তা হলে আগামী বছর আরো বড় কিছু দেওয়ার চেষ্টা করব আমার জন্য সবাই দোয়া করবেন
Leave a Reply