মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আজ মঙ্গলবার (৬ জুলাই) জুড়ীতে প্রতিদিন মামলা আর জরিমানা করার পরও লকডাউন মানতে চাচ্ছেন না সাধারন মানুষ।তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে না।অনেকেই মানতে নারাজ স্বাস্থ্যবিধি। সারাদেশে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে কঠোর অবস্থানে ছিলো উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৭ মামলায় চার হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জুড়ী উপজেলা প্রশাসন পাশাপাশি সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার রয়েছেন মাঠে।এসময় মুক্তিযোদ্ধা চত্বর,বিজিবি ক্যাম্প,ভবানীগঞ্জ বাজার,নিউ মার্কেট ও শিশুপার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৫(২) ধারা অনুযায়ী ১৭ মামলায় ৪৬০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।