আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
জুড়ীর মাদক সম্রাট উজ্জ্বলকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। ২৮ জুলাই বুধবার বিকালে জুড়ী লামাবাজার থেকে তাকে ৫৪ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। সে উপজেলার ভবানীপুর গ্রামের নানু মিয়ার পুত্র।
মাদক,নারী নির্যাতন, চুরি সহ তার বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে।মদ খেয়ে মাতলামি করার অপরাধে এর আগে গত ৮মে তাকে জুড়ী পোস্ট অফিস রোড থেকে গ্রেফতার করেছিল পুলিশ।
২০১৮ সালে তার কাছে মাদক থাকার অপরাধে ভ্রামমান আদালত বসিয়ে ৬ মাসের সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান,এই উজ্জ্বল বিভিন্ন সময় মদ খেয়ে জুড়ী কামিনী গন্জ বাজারে এসে মাতলামি করে।তার ভয়ে নারী,শিশুরা রাতে ঘর থেকে বের হতে পারে না।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, সে চিন্থিত মাদক সেবনকারী।তার নামে আদালতে মাদক সহ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
Leave a Reply