মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করিয়া রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী লক্ষীন্দর মুন্ডা (৩২), পিতা মাংগুয়া মুন্ডা, সাং- কুচাই চা বাগান, থানা জুড়ী জেলা মৌলভীবাজার এর দখল হইতে ২১০ লিটার চোলাই মদ উদ্ধার করতঃ তাহাকে গ্রেফতার করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী দিকনির্দেশনায়
অভিযান পরিচালনা করেন, এস আই/ জাকির হোসেন ভূইয়া, এএসআই/ মোঃ মনিরুল ইসলাম, সঙ্গীয় ফোর্স,৷ ফরিদ আহমেদ, নাছির উদ্দীন এবং, নবীর হোসাইন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী, জানান৷
অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরী চোলাই মদ নিজ দখলে রাখার অপরাধে জুড়ী থানার মামলা নং ০৫ তারিখ- ১৩/০৮/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ২৪(গ) রুজু করা হয়।
গ্রেফতার কৃত আসামীকে অদ্য /১৩/০৮/২০২১ ইং ১০.০০ ঘটিকার সময় বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে।