মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রানীমুড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কাদির এর ছেলে ফুল মিয়া (৬৫)কে
দায়রা-১২৯/২০০৭ এবং জিআর-০৫/০৬ (জুড়ী) এর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করার লক্ষে অদ্য ২৭/৭/২১ ইং জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী'র দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন, এস আই সুপ্রিয় নন্দী, এএসআই মোঃ মহিউদ্দিন ভুইয়া, সঙ্গীয় আহমেদ ফরিদ, মোঃ ইমরান এবং নারী কনস্টেবল রোজিনা আক্তার।
দঃবিঃ-৩৯৫ ধারায় দোষী সাব্যস্তক্রমে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড ১০.০০০/(দশহাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ (এক) বছর সশ্রম কারাদণ্ড দন্ডিত সাজাপ্রাপ্ত আসামি ফুল মিয়া( ৬৫) পিতা মৃত আব্দুল কাদির সাং রানীমুড়া ইউনিয়ন জায়ফরনগর, থানা জুড়ী, জেলা মৌলভীবাজার কে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উক্ত আসামি বড়লেখা থানা এলাকায় আত্নগোপন করে আছে৷ অদ্য বিকাল ০৫.১৫ ঘটিকায় সময় বড়লেখা থানাধীন শাবাজপুর ইউনিয়ন এর অন্তগত কুমারশাইল পুঞ্জি হইতে আসামিকে ধৃত করা হয়
এব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা থাকায় আদালতের নির্দেশে তাহাকে আটক করা হয়। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়