মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
জুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) সঞ্জয় চক্রবর্তী, দিকনির্দেশনায়
অভিযান পরিচালনা করেন
এস আই জাকির হোসেন ভূইয়া
এএসআই মোঃ মহিউদ্দিন ভুইয়া সঙ্গীয় ফোর্স, এমডি রাফসান জানি
এমডি ফরিদ আহমেদ এবং
বিজয় কর।
মাদক ব্যবসায়ী তেজ বাহাদুর,পিতা- রাম গবিন, শিলুয়া চা বাগান (বড় লাইন, থানা জুড়ী জেলা মৌলভীবাজার কে রাত অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় জুড়ী থানাধীন শিলুয়া চা বাগানস্থ বড় লাইন থেকে মাদক দ্রব্য সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত আসামী তেজ বাহাদুর এর দখল থেকে ২১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জানান৷
অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরী চোলাই মদ নিজ দখলে রাখার অপরাধে,
উক্ত আসামীর বিরুদ্ধে জুড়ী থানার মামলা নং ৮, তারিখ ১৬/৭/২১ ইং, ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ২৪(গ) রুজু করা হয়।
আসামীকে অদ্য ১৬/৭/২১ তারিখে যথারীতি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।