বদরুল হাসান – জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরের আলোচিত অপহরণ মামলার আসামী সোহানুর রহমান সোহান কে টাঙ্গাইল সখিপুর থেকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গত ৯ মে বিকাল অনুমান ৩.০০ ঘটিকার সময় জৈন্তাপুর থানাধীন পশ্চিম টাকুরের মাটি গ্রামের সায়লা ছদ্মনাম সে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। কোচিং সেন্টারে যাওয়ার পথে চিকনাগুল মিফতাউল উলুম মাদ্রাসার সামনে রাস্তায় গাড়ীর জন্য অপেক্ষামান থাকা অবস্থায় আসামী সোহানুর রহমান সোহান ও অন্যান্য আসামীদের সহায়তায় প্রাইভেট গাড়ী যোগে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। এ সংক্রান্তে ভিকটিমের মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ একটি নিয়মিত মামলা রুজু করেন। মামলা নং- ০৬ তাং- ১১/৫/২২ ইং, ধারা- নারী শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০।।
আসামী সোহানুর রহমান সোহান ভিকটিমকে অপহরণ করে টাঙ্গাইল সখিপুর থানায় আত্মগোপন করে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর সার্বিক দিক নির্দেশনায়, তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সাহায্যে এসআই (নিঃ) সাহিদ মিয়া আসামী ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হলে গতকাল ২৪/৬/২২ ইং সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামীকে টাঙ্গাইলের সখিপুর হইতে গ্রেফতার করেন এবং ভিকটিমকে উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছিলাম এবং নিয়মিত মামলা রজু করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী কে টাঙ্গাইল সখিপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।। আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply