জৈন্তাপুর প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে প্রার্থী বাছাইয়ে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৬ অক্টোবর) বেলা ৫ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দীন খানঁ।
সভায় ২য় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দীন খানের পরিচালনায় ৫ টি ইউনিয়ন থেকে ১৭ প্রার্থী নৌকার মনোনয়ন পত্যাশী ছিলেন প্রার্থীদের মধ্যে কেউই ছাড় না দেওয়ায় তৃণমূল পর্যায়ে থেকে ওয়ার্ডের সভাপতি /সাধারণ সম্পাদক দের দিয়ে ভোট দেওয়া হয় এতে করে ২নং জৈন্তাপুর ইউনিয়নে আব্দু রাজ্জাক রাজা ২০ ভোটের মধ্যে ১৭ ভোট,৩ নং চারিকাটা ইউনিয়নে সিরাজ মিয়া ২০ ভোটের মধ্যে ১৪ ভোট,৪নং দরবস্ত ইউনিয়নে কুতুবউদ্দিন ও কামাল উদ্দিন সমান সমান ভোট, ৫নং ফতেহপুর ইউনিয়নে রফিক আহমদ ২০ ভোটের মধ্যে ১৭ ভোট, ৬নং চিকনাগুল ইউনিয়নে কামরুজ্জামান চৌধুরী ২০ ভোটের মধ্যে ১৯ ভোট পেয়ে এগিয়ে যান।
সভায় অন্যান নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, নাজনীন হোসেন,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী,
সাংগঠনিক এডভোকেট মাহফুজ রহমান, এডভোকেট রঞ্জিত সরকার,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন,সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম সেলিম,
দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, সদস্য গোলাপ মিয়া সহ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ।
উল্লেখঃ তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর এ উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।