হাসান বদরুল - জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাটার বাজার এলাকায় অবস্থান কালে গতকাল ২৭ জুন রাত ১১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জৈন্তাপুর থানাধীন চতুল আল মদিনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ৩১৮ পিচ ইয়াবা সহ জৈন্তাপুর ছাতারখাই গ্রামের মৃত সিদ্দীক আলীর ছেলে আঃ করিম (৫৫) একই গ্রামের আঃ রহিমের ছেলে, সুহেল আহমেদ (২৫) এবং ৫ নং ফতেহপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের পুলিন সরকারের ছেলে অরুন সরকার কে গ্রেফতার করেছে R.A.B 9 এর একটি দল। আটক ৩ আসামী বিরুদ্ধে জৈন্তাপুর থানা সহ সিলেটের একাধিক থানায় বিভিন্ন মামলা রয়েছে বলিয়া জানা যায়।
জৈন্তাপুর মডেল থানা সুত্রে জানা যায়, আসামী অরুন সরকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রায় সময় বৈধ অবৈধ পথে ভারত হইতে / ইয়াবা সহ বিভিন্ন মাদক পাচার করে জৈন্তাপুরের বিভিন্ন স্হানে বিক্রি করে। মাদক ব্যবসার পথ সুগম করার লক্ষ্যে কয়েকটি অনলাইন পোট্রাল তৈরী করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতো। সে বিভিন্ন সময় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের অফিসারদের বিরুদ্ধে ভুয়া নিউজ করতো বলিয়া জানা যায়।
এবিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম দস্তগীর এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান R.A.B 9 এর একটি টীম গতকাল রাতে ৩১৮ পিচ ইয়াবা সহ ৩ জন আসামী থানায় হস্তান্তর করেছে। এর মধ্যে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করার পর আসামী অরুণ সরকার এর বিরুদ্ধে
১ ( QMWQ) সিলেট এর গোয়াইনঘাট থানার এফ আই আর - ১৩ তারিখ ২৪ জুন ২০০৯ ধারা ১৯৫২ সালের পাসপোর্ট (অপরাধ) আইন (বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যক্ট) এর ৪ ধারা
২ ( 19M4L) এসএমপির শাহপরান থানার এফ আর আই নং ১৮/৭০ তারিখ ৩০ এপ্রিল ২০১৯ ধারা ২০১৮ সনের ডিজিটাল নিরাপত্তা আইন ২৫/২৯/৩১ এই মামলায় সে এজাহারে অভিযুক্ত। এবং অন্য আসামী আঃ করিম এর বিরুদ্ধে ( 1F8GJ) সিলেট এর জৈন্তাপুর থানায় এফ আই আর নং ২৫/৯৪ সে ও অভিযুক্ত। আসামীদের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।