জৈন্তাপুরে এক ধর্ষক গ্রেফতার
হাসান বদরুল - জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে এনাম কে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা।
আসামী এনাম আহমেদ (২৮), পিতা-ফজু মিয়া, সাং-রুপচেং, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট এর সহিত গৌরিশংকর গ্রামের জনৈক এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন সময়ে আসামী এনাম আহমেদ বিভিন্ন তারিখ ও সময়ে ঐ মেয়েকে নিয়া আলু বাগান ও নয়াবাড়ি গ্রামের তাহার আত্নীযের বাড়িতে নিয়া বিবাহের প্রলোভন দেখাইয়া শারিরিক সম্পর্ক/ধর্ষন করে। মেয়েটি গর্ভবতী হয়ে গেলে আসামী মেয়েটিকে গর্ভ নষ্ট করার জন্য ঔষধ খাওয়ায়। মেয়েটি গর্ভ নষ্ট করিতে রাজি না হওয়ায় আসামী তাহাকে বিবাহ করিবে না বলিয়া জানায়। বিবাহের আশ্বাসে মেয়েটি গর্ভ নষ্ট করে। পরবর্তীতে আসামী ঐ মেয়েটি বিবাহ না করিয়া গৌরিশংকর গ্রামের আরেকটি মেয়েকে নিয়া অনত্র পালাইয়া যায়। অসহায় মেযেটির আর্তনাদে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ আসামী এনাম আহমদ এর বিরুদ্ধে মামলা রুজু করে। মামলা রুজুর পর আসামী পলাতক হয়ে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাম্যলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি:) কাজী শাহেদুল ইসলাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।