জৈন্তাপুরে ট্রাকচাপায় আজ আবারো ৩ জনের মৃত, আহত ২ গতকাল ৫ জনের মৃত হয়।
সিলেট ব্যুরো:
সিলেটের জৈন্তাপুরে বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ হচ্ছে গতকালের ৫জনের মৃত্যুর সুখ না কাটতেই আজ আবার দুর্ঘটনায় ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। রোববার (০২ মে) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে সুহেল আহমদ নামের একজনের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায় ও সুলতান আহমদ নামের অরেক নিহতের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাকি নিহত একজন ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, দরবস্ত বাজারের পাশে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় খেলার মাঠের সামনের সড়কে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজন আরোহী ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলেও জানান তারা। আহত দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্বিসের একটি টিম লাশ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দস্তগির আহামেদ ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনিসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।
তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি ওসি দস্তগীর।
Leave a Reply