জৈন্তাপুরে ট্রাকচাপায় প্রাণ হারালেন মা-মেয়েসহ ৫ জন।
হাসান বদরুল – জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট নামক স্থানে ট্রাকচাপায় মা-মেয়েসহ সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রূপচেঙ গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার চার মাসের শিশুসন্তান শাহাদত হোসেন, সাত বছরের মেয়ে সাবিয়া বেগম ও জামাল আহমদের বোন হাবিবুন্নেছা ও অটোচালক পাখিবিল গ্রামের বাসিন্দা হোসেন আহমদ।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, নুরপুর ফেরিঘাট এলাকা থেকে অটোরিকশাটি আচমকা মহাসড়কে ওঠে। এ সময় অটোরিকশাটিকে চাপা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ একই পরিবারের চারজন নিহত হন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।
Leave a Reply