হাসান বদরুল – জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৯ টি ওয়াডের সর্বস্তরের জনসাধারণের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ১৭ ই অক্টোবর বেলা ২ ঘটিকার সময় জৈন্তাপুর জৈন্তেশ্বরী বাড়ী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর সদর নিজপাট ইউনিয়নের প্রত্যক ওয়াডের সাধারণ জনগণ স্বর্থফুর্ত ভাবে অংশ গ্রহন করেন। জনাব আতাউর রহমান বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নিজপাট ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্তাজ আলী, চেয়ারম্যান প্রার্থী আং মতিন শাহিন, চেয়ারম্যান প্রার্থী আঃ মালিক পাখি, চেয়ারম্যান প্রার্থী, এম জেড জাহাঙ্গীর, চেয়ারম্যান প্রার্থী, আং মান্নান, চেয়ারম্যান প্রার্থী আং শুক্কুর, চেয়ারম্যান প্রার্থী হানিফ আহমেদ, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্য বলেন, গত বছর জৈন্তাপুর নিজপাট ইউনিয়ের উপনির্বাচ হওয়ার কথা থাকলে শেষে কোন অদৃশ্য কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়। এবার ও নির্বাচন কমিশন যখন দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন সম্পুর্ণ করছে। টিক সময়ে ৩ য় ধাপে জৈন্তাপুর উপজেলার ৫ টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা হলে ও। হয় নি জৈন্তাপুর নিজপাট ইউনিয়েনের তফশিল ঘোষণা। এ বিষয়ে জানতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সভা থেকে ১২ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এবং এ কমিটি আগামী ৩ দিনের মধ্যে নির্বাচন বিষয়ে জেনে শুনে বুঝে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। এবং আগামী বুধবার বিকাল ৩ ঘটিকার সময় জৈন্তাপুর জৈন্তেশ্বরী বাড়ীতে আবারো পরবর্তী সভা আহবান করা হয়েছে। বুধবারের সভায় বসে পরবর্তী সকল সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply