হাসান বদরুল জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় বিড়ি আটক করে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের জোয়ানরা।
এলাকাবাসী বিজিবি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিত্বে ২৭ আগষ্ট শুক্রবার বিকাল ৪টায় লালাখাল বিজিবি ক্যাম্পের সদস্যরা সারী নদীর অন্যতম শাখা নদী দরবস্তের লাইন নদীর রামপ্রসাদ এলাকার চিকারখাল হতে স্প্রীড বোর্ড দিয়ে অভিযান পরিচালনা করে ১৮কাটুন ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি সহ ইঞ্জিন চালিত নৌকা আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি’র উপস্থিতিটের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যায়।
এবিষয়ে জানতে নাম প্রকাশে অনিচ্ছুক লালাখাল ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ইঞ্জিন চালিত নৌকাসহ ১৮ কাটুন বিড়ি আটক করা হয়েছে।
Leave a Reply