হাসান বদরুল – জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর থেকে ভারতীয় নাগরিক আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানা পুলিশের একটি টহল টিম বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ডিউটিরত অবস্থায় একজন ভারতীয় নাগরিক জৈন্তাপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের হরিপুর বাজারে এলোমেলো ঘোরাফেরা করতে দেখেন।
বিষয়টি তাৎক্ষণিক ভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে টহল টিম। ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে রাত ২টায় ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করে টহল টিম।
জিজ্ঞাসাবাদে আটককৃত ভারতীয় নাগরিক জানান, তিনি ভারতের আসাম প্রদেশের নগাও জেলার মুরাজার মহকুমা হুজাই থানার বরআউট (ট্রার্নিং) গ্রামের ইলিয়াছ আলীর ছেলে আলিম উদ্দিন (৪৫)।
ভারতীয় নাগরিক বাংলাদেশ ভ্রমনের অনুমতি সংক্রান্ত পাসপোর্ট, ভিসা বা অন্য কোন বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাওয়া হইলে ভারতীয় নাগরিক বৈধ কোন কাগজপত্র দিতে পারেন নি। শুধু মাত্র ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রদর্শন করেন। পরে পুলিশ ভারতীয় নাগরিককে আরও জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে ভারতের ডাউকি সীমান্ত অতিক্রম করে গোয়াইনঘাট উপজেলার নলজুরী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মর্মে জানান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমদ জানান, অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় ভারতীয় নাগরিককে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়ের পূর্বক ভারতীয় নাগরিক আলিম উদ্দিনকে আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply