হাসান বদরুল – জৈন্তাপুর প্রতিনিধি
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি কামাল আহমদ ৷
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, মো. ইয়াহিয়া, জৈন্তাপুর পূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব সহ উপজেলা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ৷
অতিথিরা বলেন, উপজেলায় সার্বজনীন ২১ মন্ডপে এবং ব্যক্তিগত ২টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে ৷ পুজার সার্বিক পরিস্থিত নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখা এবং স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্বারোপ করা হয়৷
Leave a Reply