হাসান বদরুল জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ভারতীয় কাপড়সহ রাসেল আহমদ (২২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত ওই ব্যক্তি জৈন্তাপুর উপজেলাধীন হেমু হাউতপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাত অনুমান ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে জৈন্তাপুরের লালাখাল সীমান্তবর্তী বারগাতি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। তবে অভিযানের সময় চোরাচালান চক্রের অপর দুই সদস্য পালিয়ে যায়।
তকে অভিযানে একটি ডিআই পিকআপ আটক পূর্বক তল্লাশি করে চোরাচালানের মাধ্যমে আসা ১৫ বস্তা প্লাস্টিকের বস্তায় শাড়ি কাপড়, ত্রিপিছ, লেহেঙ্গা, শেরোয়ানীসহ বিভিন্ন ধরণের ভারতীয় কাপড় উদ্ধার করে। মামলার তদন্তকারী এসআই মিজানুর রহমান সরকার জানান উদ্ধারকৃত চোরাচালানের আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ টাকা।
এ ঘটনায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই/সুজিত চক্রবর্তী বাদী হয়ে জৈন্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ডিবি। গত এক মাসে কয়েকটি অভিযানে বিপুল পরিমান চোরাচালান পণ্য আটক করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলকবার বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন আইটেমের কাপড়সহ একজন চোরাকারবারিকে আটক করেছে ডিবি।
Leave a Reply