বদরুল হাসান জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার ৬ টি ইউনিয়নে প্রায় ৬ শত বন্যার্তদের মধ্যে জেলা পুলিশের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ৬ টি ইউনিয়নে সিলেট জেলা পুলিশের সহায়তায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক শাহেদ আহমদ, নিজপাট ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. ফখরুর ইসলাম, চারিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান করিম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিক আহমদ, চিকনাগুল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান চৌধুরী।
কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি আব্দুল করিম বলেন, যে কোন দূর্যোগে জেলা পুলিশ এসপি ফরিদ উদ্দিন পিপিএম স্যারের নির্দেশনায় মানুষের কল্যাণে পুলিশ এগিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ৬টি ইউনিয়নে আমরা বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
Leave a Reply