সিলেট ব্যুরোঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার আলুবাগানে পিতার সম্পদের লোভে আপন ভাইদের নির্যাতনের শিকার নোবেল আহমেদ ভুক্তভোগী জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেও রেহাই পাচ্ছে না শীর্ষ চোরাকারবারি মাদক ব্যবসায়ী রুবেল আহমেদ এর হাত থেকে।
পরিবার সূত্রে জানা যায় মোকামবাড়ী, আলুবাগানের শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি রুবেল আহমেদ এর হাত থেকে কিছুতে রেহাই পাচ্ছে না ভুক্তভোগী নোবেল আহমেদ ও তার স্ত্রী সন্তানরা।
স্থানীয় সূত্রে জানা যায় নোবেল আহমেদ তার বাবার সিলেট সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রোপাইটার দায়িত্বে রয়েছেন।
এসব নিয়ে পায় পরিবারের মধ্যে মাদক ব্যবসায়ী রুবেল আহমেদ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে টাকা পয়সা লুঠে নিয়ে যায় কেউ প্রতিবাদ করলে জানে মামার হুমকি দিয়ে যায়।
তামাবিল স্থলবন্দর থাকা এসসি পাথরের ব্যবসা-বাণিজ্য দেখাশুনা করে এবং হিসাব কিতাব এর দায়িত্ব পালন করে আসছে সততার সাথে।
অপর ভাইয়েরা খারাপ প্রকৃতির লোক হওয়ায়
বাবার ব্যবসা বাণিজ্য থেকে দূরে রাখে তাদের বাবা।
বাবার ধন সম্পদ লুঠপাট করার চেষ্টা ও ভুক্তভোগী নোবেল আহমেদকে মারার উদ্দেশ্য ও বসত বাড়িতে পরিবারের উপরে হামলা ও লুঠপাট করে ঘরে থাকা ৪ লক্ষ টাকা নিয়ে যায় অভিযোগে থাকা আসামিগণ।
ভুক্তভোগী নোবেল আহমেদ জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম দস্তগীর আহমেদ ও সিলেটের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় এর সুদৃষ্টি এবং ন্যায় বিচার কামনা করে।
এই শীর্ষ মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী রুবেল আহমেদ কে যেন আইনের আওতায় আনা হয়।
Leave a Reply