বদরুল হাসান - জৈন্তাপুর প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে শেষ হলো জৈন্তাপুর সদর নিজপাট ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিল।।
এদিকে নিজপাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা বিচ্ছিন্নভাবে মনোনয়ন পত্র জমা দিলেও নির্বাচনে সবার নজর ছিলো ৪নং ওয়ার্ডের দিকে। এই ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সর্বদলীয়ভাবে শতাধিক লোকজনের অংশগ্রনে মনোনয়ন দাখিল করেছেন আলতাফুর রহমান আলতা লিডার।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ জানুয়ারী বুধবার উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ আবুল হাসনাত ’র নিকট প্রার্থীগণ মনোনয়নপত্র জমা দেন। সর্বশেষ চেয়ারম্যান সহ অন্যান্য প্রার্থীরা মিছিল সহকারে তাদের কর্মী সমর্থক নিয়ে উপজেলা সদরে সমবেত হয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়।
চেয়ারম্যার পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অবঃপ্রাপ্ত অডিটর মোঃ আব্দুল মতিন শাহীন, ইসলামী স্বাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা আলীম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী নিজপাট ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজ আলী, অবঃপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালিক পাখি, জালাল উদ্দিন লিটন, ইসলাম উদ্দিন, মোঃ নাজিম উদ্দিন ও জসিম উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা রিটানিং অফিসার মোঃ আবুল হাসনাত জানিয়েছেন নির্বাচনে নিজপাট ইউনিয়নে মোট ভোটার ২১হাজার ৬শত ৭৪জন। তার মধ্যে পুরুষ ১২হাজার ৩৮জন এবং মহিলা ৯হাজার ৬শত ৩৬জন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মতিন শাহীনের সাথে মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, আওয়ামীলীগ নেতা হায়দর আলী, উপজেলা যুবলীগ আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ কুতুব উদ্দিন।