জৈন্তাপুর রাস্তা অবরোধ করলেন যুবসমাজ।
সিলেটের জৈন্তাপুরে ঘনঘন লোডশেডিং এর প্রতিবাদে জনজীবন অতিষ্ঠ। পবিত্র রমজান মাসে ও থেমে নেই লোডশেডিং,, ইফতার ও সেহরীর টাইমে বিদ্যুৎ না থাকায় রোজাদার মানুষেরা প্রচন্ড বিপাকে। বিভিন্ন রোগীরা ও নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। এ অবস্থায় আজ সন্ধায় জৈন্তাপুরের বিক্ষুব্ধ জনতা সিলেট তামাবিল রাস্তা অবরোধ করে রাখেন,, ঘন্টা ব্যাপি রাস্তা অবরোধ হওয়ার ফলে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। আন্দোলন চলাকালে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দস্তগীর আহমেদ এর নির্দেশে সেকেন্ড অফিসার কাজী শাহেদ আহমেদ ও এএস আই সফিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতা কে আশ্বাস প্রদান করলে অবরোধকারীরা অবরোধ তোলে নেন। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক রাজা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ বদরুল, ছাত্রলীগ নেতা, শহীদুজ্জামান শহীদ, ফারহান আহমেদ, এনামুল ইসলাম, ইয়াহিয়া, মাহবুব মারুফ, আহমেদ রিফাত, তমাল, জাবেদ, রানা, মেহেদী, আবু সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply