জৈন্তাপুর সারীঘাট অটোবাইক শ্রমিক সংগঠনের নির্বাচন সম্পূর্ণ।
হাসান মো বদরুল -- জৈন্তাপুর প্রতিনিধি
আজ ৩ এপ্রিল রোজ শনিবার জৈন্তাপুর সারীঘাট লালাখাল অটোবাইক শ্রমিক সংগঠন এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ ঘটিকা থেকে বিরতীহিন ভাবে ভোট গ্রহন চলে, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বদিউল আলম প্রিজ্রাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল আহমেদ, ৪ নং দরবস্ত ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব বাহারুল আলম বাহার ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমেদ সহ অসংখ্য জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।। বিকাল ৪.৩০ মিনিটের সময় স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়, নির্বাচিত হয়ে যারা দ্বায়িত্ব পেলেন,, সভাপতি জনাব ফজলুর রহমান, সহ সভাপতি, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক, আং করিম, সহ সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক, শহর উল্লাহ, প্রচার সম্পাদক, মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য, জাবেল আহমেদ, কবির আহমেদ, নোমান মিয়া নির্বাচিত হন।