হাসান বদরুল জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ধাওয়া খেয়ে পানিতে পড়া যুবকের লাশ ভেসে উঠলো আজ।
সে উপজেলার আসামপাড়া আর্দশগ্রামের শফিক মিয়ার পুত্র সোহেল মিয়া (২৮)। জানা যায়, বুধবার জৈন্তাপুর সীমান্তের শ্রীপুর এলাকার ভারতীয় সীমান্ত সংলগ্ন শ্রীপুর নদীতে বিএসএফ’র ধাওয়া খেয়ে পানিতে আত্মরক্ষা করতে ঝাঁপ দিলে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যপারে জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান বলেন,৬ জুলাই আসামপাড়া আদর্শগ্রামের শফিক মিয়ার একটি হালের গরু হারিয়ে যায়।
৭ জুলাই বুধবার হারিয়ে যাওয়া গরুর সন্ধান করতে গিয়ে শ্রীপুর সীমান্তের কাছাকাছি চলে যায়। এ সময় বাংলাদেশি নাগরিক সোহেলকে দেখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া করে।
তখন আত্মরক্ষার জন্য সে পানিতে ঝাঁপ দেয়। খবর পেয়ে শ্রীপুর বিজিবি‘র সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে শ্রীপুর বিজিবি জানায়, করোনার ফলে সীমান্তে সরকারী নিষেধাজ্ঞা থাকায় এই ঘটনার বিষয়ে বিএসএফ সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমদ জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ হওয়া যুবকের লাশ পাওয়া গেছে। নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply