বগুড়া জেলা প্রতিনিধিঃ-
নিত্যপণ্যসহ পেট্রোল-ডিজেল-সারের দাম বাড়ানোর প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সু-শাসনের জন্য নাগরিক-সুজন। দাম কমাও, জীবন বাঁচাও স্লোগান নিয়ে শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথা চত্বরে সুজনের জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি হাফিজার রহমান মন্টুর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ, সুজন নেতা নুর হাবিব, শফিকুর রহমান, রফিকুল ইসলাম, লেবু, ইউনুস উদ্দিন, মামুনুর রশিদ সাইন, শিল্পী আক্তার, শ্যামলী আক্তার, শেখ মাহবুবার রহমান চপল।
এসময় উপস্থিত ছিলেন সুজন নেতা আবুল কালাম আজাদ চাঁন, আব্দুর রহমান, শাপলা খন্দকার, শিবগঞ্জ উপজেলা সভাপতি ওয়াদুদুর রহমান, মোসলেম উদ্দিন, আনিসার রহমান, শাহাজাহানপুর উপজেলা সুজন নেতা শাহীন আলম, আপেল মাহমুদ, আঃ রহমান, নাজিরুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানী তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর কারণে জনজীবনের সবক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যসহ মানুষের বেঁচে থাকার জন্য সহায়ক সব পণ্যের দাম-ই এখন আকাশছোঁয়া। এঅবস্থায় নাভিশ্বাস দশা সাধারণ মানুষের। তেলে দাম না বাড়িয়ে জ্বালানীখাতের লুটপাটকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে। পাশাপাশি খোলাবাজারে পণ্যবিক্রি বাড়ানো এবং বাজার তদারকি জোরদার করার দাবিও জানান বক্তারা।