জয়পুরহাটে ১৬ কেজি গাঁজা উদ্ধার
জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটে ১৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার দড়িপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেত থেকে ওই গাঁজা গুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার(২৪ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
(ওসি)আলমগীর জাহান জানান, রাসেল হোসেন নামে এক মাদক কারবারি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। দড়িপাড়া এলাকায় একটি তরমুজ ক্ষেতে মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রাসেল হোসেন গাঁজাগুলো ফেলে রেখে পালিয়ে যায়,