আরাফাত হোসেন হিমেল,বিশেষ প্রতিনিধিঃ
স্থানঃ কুশাডাঙ্গা মন্ডল পাড়া( নিজ এলাকায়) ,হাঁপানিয়া ইউনিয়ন নওগাঁ সদর, নওগাঁ।
বই পড়ার আভ্যাস করি,মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে ২০১৬ সালে ৩১ জানুয়ারি নওগাঁর এক-দল তরুণ স্কুল শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় সংগঠনটি। ইতি সরকারের সিদ্ধান্ত মতোবেক স্কুল খুলে দেওয়ার ৫০ টি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এ্যাড এ কে এম ফজলে রাব্বি।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন সরদার সাল্লাউদ্দিন মন্টু,সভাপতি,জেলা বার এ্যাস্যোসিয়েশন,নওগাঁ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন রোটারিয়ান চন্দন কুমার দেব,সাধারণ সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার কমিশন, নওগাঁ জেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মো হাসমত আলী,সিনিয়র শিক্ষক,নওগাঁ কে ডি সরকারি উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসাবে ছিলেন এস এম আজাদ হোসেন মুরাদ,সাধারণ সম্পাদক, জেলা সংবাদিক ইউনিয়ন নওগাঁ।
প্রধান আল্যোচক হিসাবে উপস্থিত ছিলেন মো মুরাদ হোসেন, ব্যবস্থপনা পরিচালক,রুমিয়া নাসিং ইন্সটিটিউট। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতিত্বে মো আরাফাত হোসেন হিমেল। পরে বৃক্ষ রোপণ করা ২০ টি করা হয়।
সময়ঃ বিকাল ৪ টা ৩০ ঘটিকায়।