ঝিনাইদহে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সবুজ মিয়া,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান শুরু করা হয়। অভিযানের নেতৃত্ব দেয় সড়ক ও জনপথের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়।
তিনি জানান, সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, হামদহ, আলহেরা বাইপাস পর্যন্ত মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার জুড়ে শতাধিক দখলদার অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি, মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
অনিন্দিতা রায় আরও বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
অভিযানে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, ঝিনাইদহ সওজ’র নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুল জোতি বসুসহ পুলিশ সদস্যরা।
সবুজ মিয়া,ঝিনাইদহ।
০১৯১০৯২১৫৪৬
১৯-০১-২০২১