ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা নামক স্থানে তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিনজন।
শুক্রবার ২৬শে ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে কালীগঞ্জ টু কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহতদের মধ্যে শিমুল বিশ্বাস (৩৮) কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বলে যানা গেছে তবে বাকি অপর একজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এ ঘটনায় উদ্ধারকারী দমকল বাহিনী সুত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply