আতিকুর রহমান:
বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক নারীর ক্ষমতায়নের লক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত।
আজ সকালে গাজীপুর মহানগরীর ৪৫ নং ওয়ার্ড নদীর পাড় ডাক্তার আলী আকবরের বাড়িতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১৬ টি এলাকার সভাপতি এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। তৃণমূলের নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা মূলক দক্ষতা বৃদ্ধি ও সম্পর্কে আলোচনা সভার সভাপতির দায়িত্বে ছিলেন বাংলাদেশ মহআ পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি আনোয়ারা বেগম ।
উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন সাংবাদিক শামীমা খানম বেবি।
উদ্ভোদনী বক্তব্য রাখেন প্রশিক্ষণ অফিসার নাসিমা বেগম।
সাধারণ সম্পাদক জাহানারা বেগম তার বক্তব্যে নির্যাতন, ধর্ষণ, পারিবারিক আদালত নিয়ে সম্মুখ ধারণা দেন।
সাংবাদিক শামীমা খানম বেবি তার বক্তব্যে বলেন
নারীর ক্ষমতায়ন এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নারীরা তাদের পূর্বের অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেদের যোগ্যতা ও অর্জনকে তুলে ধরতে পারেন এবং পরিবার, সমাজ বা গণজীবনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত ও অবস্থানকে তুলে ধরেন। নারীর ক্ষমতায়ন মূলত অর্থনৈতিক ক্ষেত্র এবং রাজনৈতিক অবকাঠামোতে অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের একটি মাধ্যম বা উপায়, যার মাধ্যমে নারীরা নিজেদের মেধা ও যোগ্যতাকে প্রকাশ করতে পারেন এবং নিজেদের অধিকারগুলো আদায়ে সচেষ্ট হতে পারেন। নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন কোনও বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারীরা শিক্ষা, কর্মজীবন এবং নিজেদের জীবনধারায় পরিবর্তন আনার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো ব্যবহারের সুযোগ পান। নারীর ক্ষমতায়নই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতাবস্থা ও সামাজিক পরিবর্তনের অন্যতম চাবিকাঠি।