মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
টাঙ্গাইলে টাঙ্গাইলে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ২জন মারা গেছে। টাঙ্গাইল জেলায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪১৩ জন করোনায় শনাক্ত হয়েছে। ৭১৩টি নমুনা পরীক্ষার রির্পোটে ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টাংগাইলে বর্তমান শনাক্তের হার শতকরা ৫৭.৯২ভাগ।
আজ মঙ্গলবার (৬ জুলাই) এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪ জন।
আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৮৯৩ জন। সর্বমোট মারা গেছে ১৩৫ জন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন রয়েছে আরও ৮৮ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সাজেদুর রহমান জানান, করোনা রোগীর সংখ্যা দিন দিন এতোটাই বৃদ্ধি পাচ্ছে যা এখন হাসপাতালে রোগীদের স্থান সংকুলান করা সম্ভব হচ্ছে না। বর্তমানে হাসপাতালে ১৪৩ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ৭৮ জন করোনায় ও ৬৫ জন একই রকম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
অপর দিকে জেলার সখিপুর উপজেলা প্রশাসনও মহামারী করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে। প্রতিদিন দুইটি মোবাইল টিমের মাধ্যমে লকডাউন বাস্তবায়নে, অবিরাম কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৬ জুলাই) লকডাউনের ৬ষ্ঠ দিনেও সখিপুর উপজেলা প্রশাসন বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা'র নেতৃত্বে দুইটি মোবাইল কোর্ট উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় মোট নয় টি মামলায় দুই হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সখিপুরে আজও ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও আরো প্রায় দেড় শতাধিক করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাই করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই।